Wednesday, September 3, 2025

‘সাকিব খেললে দলের চেহারা বদলে যাবে’

আরও পড়ুন

গেল বছরের আগস্টের পর থেকে জাতীয় দলের হয়ে আর দেখা যায়না সাকিব আল হাসানকে। তবে সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফর্মম্যান্সের কারণে আবারো টাইগার অলরাউন্ডারকে দলে ফেরানোর কথা উঠেছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও সাকিবকে দলে ফেরানোর পক্ষে।

আজ সোমবার এক অনুষ্ঠানে সাকিবকে নিয়ে পাইলট বলেন, ‘আমি মনে করি রাজনৈতিক ব্যাপারগুলো না থাকলে একজন প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প এখনও আমাদের দলে নেই। সাকিবের ৪ ওভার প্রতিপক্ষের জন্য চাপ। সাথে উপরে ব্যাট করাতে পারতেন, মাল্টিস্কিল প্লেয়ার। সাকিব এখনও আমাদের দলে অপরিহার্য একজন প্লেয়ার, সেটা সে প্রমাণও করেছে জিএসএলে।’

আরও পড়ুনঃ  কিছুদিন আগে সুস্থ হয়েছেন, আবার সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর জেলা জামায়াত আমির

‘যদি রাজনৈতিক ব্যাপারগুলো সমাধান করা যায়, আমি মনে করি বোর্ডের উচিত তাকে যত দ্রুত নিয়ে আসা যায়। একটা লিডারশিপ দরকার, টিমে লিডারশিপ দরকার। একজন সিনিয়র থাকলে সবাই তাকে ফলো করে। মাশরাফি (বিন মুর্তজা) যখন ক্যাপ্টেন্সি করেছে, তখন তার অধীনে তামিম (ইকবাল), সাকিব, মাহমুদউল্লাহ (রিয়াদ) সবাই তার জুনিয়র ছিল। সাকিব দলে আসলে দলের চেহারা বদলে যাবে।’- যোগ করেন পাইলট।

সাকিবের বিকল্প বা অলরাউন্ডার খুঁজে বের করা প্রসঙ্গে পাইলট বলেছেন, ‘আমি লম্বা সময় ধরে আমাদের কোচিং স্টাফকে দেখে আসছি। রিশাদ (হোসেন), তানজিম (হাসান) সাকিবরা ভালো ব্যাটিং করতে পারে। শরিফুলকে (শরিফুল ইসলাম) আমি ১ ওভারে ১৮ রান নিতে দেখেছি, ৫ বছর আগে। সে এখনও ১০ নাম্বারে ব্যাট করে। অনেক প্লেয়ার আছে, অক্ষর (প্যাটেল), (রবীন্দ্র) জাদেজা, পিছনের দিকের ব্যাটারদেরকে (অনেক দেশ) অলরাউন্ডার বানিয়েছে। প্লেয়ার না শুধু এর সাথে ম্যানেজমেন্টের (দায়িত্ব) আছে।’

আরও পড়ুনঃ  উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

‘পিছনের দিকে যারা ব্যাট করে, তাদের অলরাউন্ডার বানানোর প্রকল্প দেখি নাই মনে হয়। রিশাদ যেভাবে লং হিট করে, তাকে কি কখনও চিন্তা করা হয়েছে ৪-৫ নাম্বারে? তানজিম সাকিবকে বেন স্টোকসের মত চিন্তা করা হয়েছে? আসার সময় অনেকে বোলার হিসেবে আসছে, অলরাউন্ডার হিসেবে বের হয়েছে। বিদেশে যেটা হয়েছে অনেক। প্লেয়ারদের পাশাপাশি কোচদেরও দায়িত্ব আছে। আমাদের অনেক ভালো অলরাউন্ডার আছে কিন্তু আমরা ভালো অলরাউন্ডার বানাতে পারছি না।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ