বাংলাদেশে সমকামীদের অধিকার বাস্তবায়নের উদ্দেশ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের চুক্তির তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রামে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার পূর্বে জেলা শহরের মিশন মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন,”বিশ্বব্যাপী যারা সমকামিতার অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার কমিশনকে ব্যবহার করছে, তারাই মূলত বাংলাদেশে সমকামিতার জন্য সুযোগ সৃষ্টি করতে চায়।”
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সঙ্গে যেকোনো চুক্তি করার আগে দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করা উচিত। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে পারে এমন কোনো বিষয় জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।”
এ সময় তিনি ২০২৪ সালের “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের” গুম-খুনের বিচার না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “এসব অপরাধে আওয়ামী ফ্যাসিবাদের বিচার জাতি দেখতে চায়।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করায় সরকারের প্রধান দায়িত্ব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্য শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের লালমনিরহাট সদর-৩ আসনের প্রার্থী মাওলানা ঈসমাইল হোসেন, আল্লামা মামুনুল হককে সম্মাননা স্মারক প্রদান করেন। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে মাইক্রোবাসযোগে পাটগ্রামের টিএন স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাত্রা করেন, যেখানে রাত ৯টার পর তার আরেকটি বক্তব্য দেয়ার কথা রয়েছে।